Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

পল্লী কবি জসীমউদ্দীন এর জীবনী , Polli Kobi Josimuddin er jiboni , Biography of Palli kobi Jasimuddin In Bengali

 Polli Kobi Josimuddin er jiboni | পল্লী কবি জসীমউদ্দীন এর জীবনী

 

আমরা প্রায় সকলেই পরিচিত একটি নামের সাথে সেটি হলো পল্লী কবি জসীমউদ্দীন । পল্লী কবি জসীমউদ্দীন কবির জীবনী শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের বলে নিই । কোনো মানুষই কবি কিংবা লেখক বা লেখিকা হয়ে জন্ম গ্রহন করেনা, এই কবিত্বতা , লেখক কিংবা লেখিকা এটি নিজের চিন্তা-ভাবনা, পরিবেশ , কোনো বিষয়ের উপরে দেখার নজর আমদের সেই স্থানে নিয়ে যায়।

 

এই পল্লী কবি জসীমউদ্দীন কবির/ লেখকের সাথেও সেই একই ঘটনা ঘটেছে। পল্লী কবি জসীমউদ্দীন তাঁর জিবনের শুরুটা হয়েছিল একেবারেই প্রতিকূল জীবনের সাথে মোকাবিলা করার মধ্য দিয়ে।

 

পল্লী কবি জসীমউদ্দীন তিনি ছেলে বেলা থেকেই ভাবুক প্রকৃতির মানুষ ছিলেন। পল্লী কবি জসীমউদ্দীন ছোটো বেলা থেকেই তিনি লেখালেখির সাথে সংসার শুরু করেন। পল্লী কবি জসীমউদ্দীন তিনি লেখালেখিকে জীবনের একটি অংশে রূপান্তরিত করেন।

 

পল্লী কবি জসীমউদ্দীন তিনি প্রায়ই সময়েই আমাদের চারিপাশের প্রকৃতি কে যেমন- গাছপালা, নদীনালা, পশুপাখি , সাগর, মহাসাগর, মানুষের চরিত্র, প্রকৃতির তিক্ত সত্যতাকে তিনি অনুভব করে তাঁর উপরে পল্লী কবি জসীমউদ্দীন তিনি তাঁর কলম ধরেছেন।

 

এই উপমহাদেশের প্রায়শই বাঙালি এই পল্লী কবি জসীমউদ্দীন নামটির সাথে পরিচিত। পল্লী কবি জসীমউদ্দীন তিনি তাঁর এই জিবনে প্রায় বিভিন্ন বিষয় সমুহ যেমন- প্রকৃতি, মানুষ, পশুপাখি, জীবনের বাস্তব সত্য নিয়ে তাঁর লেখাকে সমৃদ্ধ করেছেন।

 

পল্লী কবি জসীমউদ্দীন এর লেখা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা ইত্যাদি রাজ্যের পাঠ্যপুস্তকে স্থান অর্জন করতে সমর্থ হয়েছে।

পল্লী কবি জসীমউদ্দীন এর লেখা বাংলাদেশ এবং ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করেও বিশ্বের সেই সব দেশে জনপ্রিয়তা অর্জন করেছে যেসব দেশে বাঙালি প্রবাসীরা বসবাস করছে।

 

 

  পল্লী কবি জসীমউদ্দীনের জীবনী

Polli Kobi Josimuddin er jiboni | পল্লী কবি জসীমউদ্দীন এর জীবনী


জন্ম তারিখ১ জানুয়ারী ১৯০৩
জন্মস্থানতাম্বুলখানা, ফরিদপুর, বাংলাদেশ
মৃত্যু১৩ মার্চ ১৯৭৬
সমাধিগোবিন্দপুর, ফরিদপুর, বাংলাদেশ

 

জসীমউদ্দীন (পুরো নাম জসীমউদ্দীন মোল্লা) একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য অবদান। 

তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। 

 

এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। 

 

১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। 

 

১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়। 

 

(উৎসঃ উইকিপিডিয়া)

 

তাই  Polli Kobi Josimuddin এর লিখা সমুহ নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, মায়ানমার, সৌদিআরব ইত্যাদি দেশ সমুহে জনপ্রিয়তা লাভ করেছে।

 

 Polli Kobi Josimuddin তিনি তাঁর জীবনের প্রায়ই সমস্থ ভাগটাই লিখালিখির মধ্যেই কাটিয়েছেন ।  Polli Kobi Josimuddin তিনি অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার তাঁর এই অসামান্য লেখনির জন্য।

 

 Polli Kobi Josimuddin এই নামটি আজ অসংখ্য বাঙ্গালির অন্তরে প্রোথিত অবস্থায় আছে তাঁর এই অসামান্য লেখনি কৌশলের কারনে।  Polli Kobi Josimuddin তাঁর জীবনী এই মাত্র কয়েকটি ব্যাকের মাধ্যমে বর্ণনা করা সম্ভব হবেনা। তাই  Polli Kobi Josimuddin তাঁর জীবনী সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তৃত আকারে বর্ণনা করবো ।

 

পরিশেষে  Polli Kobi Josimuddin এর সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়,  Polli Kobi Josimuddin তিনি হলেন বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র,  Polli Kobi Josimuddin তাঁর এই নামটি বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 

আশাকরি আপনাদেরকে  Polli Kobi Josimuddin লেখকের জীবনী টি ভালো লেগেছে, আপনারা পরবর্তীতে কোন লেখকের সম্পর্কে লিখা চান তা আমাদের কে কমেন্ট করে জানান।

 

 Polli Kobi Josimuddin এর মতো আরো বিভিন্ন সাহিত্তিকের জীবনী সম্পর্কে লিখা পেতে হলে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন।

 

এই  Polli Kobi Josimuddin সম্পর্কে লিখাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে লিখাটি শেয়ার করুন।

 

যদি আপনি আপনার লিখা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে চান , তবে আমাদের কে আপনার লিখা পাঠাতে পারেন, আমদের ইমেল, ফেসবুক পেজে ম্যাসেজ করতে পারেন আপনার লিখা আপনার লিখার সাথে আপনার সম্পর্কে কিছু লিখুন পরবর্তীতে আপনার বিষয়েও আমরা লেখক লেবেলে লিখবো আপনার সম্পর্কে।

 

ধন্যবাদ

 

পল্লী কবি জসীমউদ্দীনের সমগ্র লেখাসমূহ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ