‘বাংলা কবিতা’ ওয়েব পাতায় আপনাকে স্বাগত। ‘বাংলা কবিতা’ শুধুমাত্র একটি ওয়েবপেজ নয়। এটি কবিতার একটা সংগ্রহশালাও বলা যেতে পারে। ‘ব্যস্ততম জীবনে আমাদের সময় কোথায় বই হাতে নিয়ে কবিতা পড়ার?’ এরকম কথা অনেকের কাছেই শুনি। আর তাছাড়া প্রিয় কবিতার বই গুলো সবসময় হাতের কাছে পাওয়া সম্ভব হয় না। তাই আমাদের এই অনলাইন প্রয়াস। বর্তমানে আমাদের এই বাংলা কবিতার সংগ্রহশালা প্রায় পাঁচ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার পড়ুয়া আমাদের এই পেজ থেকে কবিতা পড়েন, এইসব পড়ুয়া বিভিন্ন দেশের।
কবিতা জগতে "বাংলা কবিতা" এখন অনেকের কাছেই পরিচিত একটি নাম।
আমাদের লক্ষ্য – আমরা আমাদের এই ওয়েব পেজের মাধ্যমে আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি আর আপনাদের ভালোবাসা আমাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মূল মন্ত্র , আমাদের লক্ষ্য গুলি হলো :
১. বিভিন্ন নতুন প্রতিভাবান লেখক লেখিকাদের সম্পূর্ণ লেখার জায়গা হোক "বাংলা কবিতা"।
২. সংস্কৃতি মনস্ক মানুষের একমাত্র গন্থব্য হয়ে উঠুক "বাংলা কবিতা"।
৩. বিখ্যাত কবিদের সমস্ত লেখা প্রকাশ করার কাজ চলছে "বাংলা কবিতা" পেজে।
৪. ভবিষ্যতে আমরা আমাদের নতুন লেখকদের কবিতা ,ছড়া,গল্প,প্রবন্ধ, ইত্যাদি বই আকারে বের করার চেষ্টা করবো হোক সেটা অনলাইন কিংবা অফলাইন।
৫. সমস্ত কবিতার একটি করে আবৃত্তি তৈরি করার চেষ্টা চলছে, এবং সেই কবিতা আপনারা আমাদের ইউটিউবে পেয়ে যাবেন।
এরকমই আরও অনেক ভাবনা চিন্তা নিয়ে "বাংলা কবিতা" এর পথ চলা শুরু হয়েছে, আপনাদের ভালোবাসা, সহযোগিতা, পরামর্শ, অনুপ্রেরণা, আমাদের সামনে এগিয়ে চলার সহায়ক হবে।
About Us !
Welcome To Bangla Kobita
Bangla Kobita is a Professional Lyrical, Entertainment, Literature Platform. Here we will provide you only interesting content, which you will like very much. We're dedicated to providing you the best of Lyrical, Entertainment, Literature , with a focus on dependability and Online Poem, Story, Novel etc Lyrics. We're working to turn our passion for Lyrical, Entertainment, Literature into a booming online website. We hope you enjoy our Lyrical, Entertainment, Literature as much as we enjoy offering them to you.
I will keep posting more important posts on my Website for all of you. Please give your support and love.
Thanks For Visiting Our Site
Have a nice day !
0 মন্তব্যসমূহ