Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Kandari Husiar kobita lyrics by Kazi Nazrul Islam, কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কাজী নজরুল ইসলাম, Bangla Kobita Lyrics

 কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কাজী নজরুল ইসলাম | Kandari Husiar kobita lyrics by Kazi Nazrul Islam

 

কবিতা আমাদের না বলা কথাগুলিকে প্রকাশ করার একটি বিশেষ মাধ্যম হিসেবে কাজ করে। এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটির মাধ্যমেও সেই একই বিষয়ের উল্লেখ পাওয়া গেছে। 

 

কবি তাঁর এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটির মাধ্যমে আমাদের কে তাঁর মনের গহীন ভাবনার উল্লেখ করে আমাদের সামনে তাঁর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন । আমরাও সেই একই রকমের উপলব্ধি পেয়ে থাকি কবির সেই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতার প্রতিটি লাইন থেকে।

 

আমরা মানুষ, আমরা এই সমাজে বসবাস করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, কিন্তু আমরাই আবার সেই প্রকৃতির ধবংস করে থাকি, কবি তাঁর এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটির মাধ্যমে মানুষের অমানবিক ক্রিয়াকলাপ কে বাক্ত করেছেন।

 

কবির এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটি হাজার হাজার মানুষের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে এর বিশেষ কারন হল এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটির অসাধারন বাচন ভঙ্গি। কবি তাঁর কবিত্ব ভাব কে অসাধারন ভাবে প্রস্ফুটিত করেছেন তাঁর এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটির মাধ্যমে।

 

এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটি শুধুই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজরাম, মনিপুর এর মধ্যেই সীমাবন্ধ নেই , 

 

কিংবা কবির এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটি বাংলাদেশের মধ্যেই আটকে নেই। এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ।

 

 বিশ্বের যেসব দেশে বিশেষ করে যেসব দেশে বাঙালি প্রবাসী-রা রয়েছেন যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , কাতার, কুয়েত, সৌদিআরব, নেপাল, ভুটান, মায়ানমার, ইত্যাদি দেশেও কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটি সমান ভাবে জনপ্রিয়।

 

কান্ডারী হুশিয়ার কবিতাটির লিরিক্স বা লিরিক

 – কাজী নজরুল ইসলাম

কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কাজী নজরুল ইসলাম | Kandari Husiar kobita lyrics by Kazi Nazrul Islam


দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

 

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

 

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

 

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার;

 

গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

 

কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

 

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!


কবির এই অসামান্য লেখনীর জন্য বিশেষ করে কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স এই কবিতাটি লেখার কারনে জাতি কবিকে মনের গহীনে স্থান দিয়েছেন। কবির এই অসাধারন লেখনীর কারনে জাতির মনে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।

 

আমরা বিশেষ করে কবির এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটির জন্য তাঁর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে অনুরোধ আপনারাও কবির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করবেন, যাতে এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটি লেখার জন্য তাঁকে উত্তম প্রতিদান প্রদান করেন।

 

যদি আপনাদের কাছে কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স এই কবিতাটি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের প্রিয়জন দের সাথে এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স কবিতাটি শেয়ার করুন।

 

আর আপনারা যদি এই কান্ডারী হুশিয়ার কবিতা লিরিক্স এর মতো কবিতা পেতে চান তবে আমাদের এই ওয়েবসাইট-টি কে অনুসরণ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ , আমাদের ইউটিউব চ্যানেল টিকে ও সাবস্ক্রাইব করতে পারেন।

 

পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে কবিতা চান তা আমাদেরকে কমেন্ট করুন , আমরা যথা সম্ভব আপনাদের পছন্দ মতো কবিতা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো।


 কাজী নজরুল ইসলাম-এর জীবনী পড়তে লেখাতে ক্লিক করুন 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ