Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কাজী নজরুল ইসলাম এর জীবনী , Bidrohi kobi Kazi Nazrul Islam er jiboni , Biography of Kazi Nazrul Islam in Bengali

 Biography of Kazi Nazrul Islam in Bengali | কাজী নজরুল ইসলাম এর জীবনী

 

আমরা প্রায় সকলেই পরিচিত একটি নামের সাথে সেটি হলো কাজী নজরুল ইসলাম । কাজী নজরুল ইসলাম কবির জীবনী শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের বলে নিই । কোনো মানুষই কবি কিংবা লেখক বা লেখিকা হয়ে জন্ম গ্রহন করেনা, এই কবিত্বতা , লেখক কিংবা লেখিকা এটি নিজের চিন্তা-ভাবনা, পরিবেশ , কোনো বিষয়ের উপরে দেখার নজর আমদের সেই স্থানে নিয়ে যায়।

 

এই কাজী নজরুল ইসলাম কবির/ লেখকের সাথেও সেই একই ঘটনা ঘটেছে। কাজী নজরুল ইসলাম তাঁর জিবনের শুরুটা হয়েছিল একেবারেই প্রতিকূল জীবনের সাথে মোকাবিলা করার মধ্য দিয়ে।

 

কাজী নজরুল ইসলাম তিনি ছেলে বেলা থেকেই ভাবুক প্রকৃতির মানুষ ছিলেন। কাজী নজরুল ইসলাম ছোটো বেলা থেকেই তিনি লেখালেখির সাথে সংসার শুরু করেন। কাজী নজরুল ইসলাম তিনি লেখালেখিকে জীবনের একটি অংশে রূপান্তরিত করেন।

 

কাজী নজরুল ইসলাম তিনি প্রায়ই সময়েই আমাদের চারিপাশের প্রকৃতি কে যেমন- গাছপালা, নদীনালা, পশুপাখি , সাগর, মহাসাগর, মানুষের চরিত্র, প্রকৃতির তিক্ত সত্যতাকে তিনি অনুভব করে তাঁর উপরে কাজী নজরুল ইসলাম তিনি তাঁর কলম ধরেছেন।

 

এই উপমহাদেশের প্রায়শই বাঙালি এই কাজী নজরুল ইসলাম নামটির সাথে পরিচিত। কাজী নজরুল ইসলাম তিনি তাঁর এই জিবনে প্রায় বিভিন্ন বিষয় সমুহ যেমন- প্রকৃতি, মানুষ, পশুপাখি, জীবনের বাস্তব সত্য নিয়ে তাঁর লেখাকে সমৃদ্ধ করেছেন।

 

কাজী নজরুল ইসলাম এর লেখা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা ইত্যাদি রাজ্যের পাঠ্যপুস্তকে স্থান অর্জন করতে সমর্থ হয়েছে। 

 

কাজী নজরুল ইসলাম এর লেখা বাংলাদেশ এবং ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করেও বিশ্বের সেই সব দেশে জনপ্রিয়তা অর্জন করেছে যেসব দেশে বাঙালি প্রবাসীরা বসবাস করছে।

 

 কাজী নজরুল ইসলাম এর জীবনী

Biography of Kazi Nazrul Islam in Bengali | কাজী নজরুল ইসলাম এর জীবনী


জন্ম তারিখ২৪ মে ১৮৯৯
জন্মস্থানচুরুলিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গ
মৃত্যু২৯ অগাস্ট ১৯৭৬
সমাধিঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, ঢাকা, বাংলাদেশ

 

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। 

 

স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। 

 

পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। 

 

তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। 

 

এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। 

 

১৯৭৬ সালের ২৯শে অগাস্ট (১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) এখানেই তিনি মৃত্যুবরণ করেন। 

(উৎসঃ উইকিপিডিয়া)

 

তাই Bidrohi kobi Kazi Nazrul Islam এর লিখা সমুহ নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, মায়ানমার, সৌদিআরব ইত্যাদি দেশ সমুহে জনপ্রিয়তা লাভ করেছে।

 

Bidrohi kobi Kazi Nazrul Islam তিনি তাঁর জীবনের প্রায়ই সমস্থ ভাগটাই লিখালিখির মধ্যেই কাটিয়েছেন । Bidrohi kobi Kazi Nazrul Islam তিনি অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার তাঁর এই অসামান্য লেখনির জন্য।

 

Bidrohi kobi Kazi Nazrul Islam এই নামটি আজ অসংখ্য বাঙ্গালির অন্তরে প্রোথিত অবস্থায় আছে তাঁর এই অসামান্য লেখনি কৌশলের কারনে। Bidrohi kobi Kazi Nazrul Islam তাঁর জীবনী এই মাত্র কয়েকটি ব্যাকের মাধ্যমে বর্ণনা করা সম্ভব হবেনা। তাই Bidrohi kobi Kazi Nazrul Islam তাঁর জীবনী সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তৃত আকারে বর্ণনা করবো ।

 

পরিশেষে Bidrohi kobi Kazi Nazrul Islam এর সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়, Bidrohi kobi Kazi Nazrul Islam তিনি হলেন বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র, Bidrohi kobi Kazi Nazrul Islam তাঁর এই নামটি বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 

আশাকরি আপনাদেরকে Bidrohi kobi Kazi Nazrul Islam লেখকের জীবনী টি ভালো লেগেছে, আপনারা পরবর্তীতে কোন লেখকের সম্পর্কে লিখা চান তা আমাদের কে কমেন্ট করে জানান।

 

Bidrohi kobi Kazi Nazrul Islam এর মতো আরো বিভিন্ন সাহিত্তিকের জীবনী সম্পর্কে লিখা পেতে হলে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন।

 

এই Bidrohi kobi Kazi Nazrul Islam সম্পর্কে লিখাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে লিখাটি শেয়ার করুন।

 

যদি আপনি আপনার লিখা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে চান , তবে আমাদের কে আপনার লিখা পাঠাতে পারেন, আমদের ইমেল, ফেসবুক পেজে ম্যাসেজ করতে পারেন আপনার লিখা আপনার লিখার সাথে আপনার সম্পর্কে কিছু লিখুন পরবর্তীতে আপনার বিষয়েও আমরা লেখক লেবেলে লিখবো আপনার সম্পর্কে।

 

ধন্যবাদ  

 

 কাজী নজরুল ইসলামের কবিতা সমগ্র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ