Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সুকুমার রায়-এর জীবনী , Sukumar Roy Er Jiboni , Biography Of Sukumar Roy In Bengali

সুকুমার রায়-এর জীবনী | Biography Of Sukumar Roy In Bengali

 

আমরা প্রায় সকলেই পরিচিত একটি নামের সাথে সেটি হলো সুকুমার রায় । সুকুমার রায় কবির জীবনী শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের বলে নিই । কোনো মানুষই কবি কিংবা লেখক বা লেখিকা হয়ে জন্ম গ্রহন করেনা, এই কবিত্বতা , লেখক কিংবা লেখিকা এটি নিজের চিন্তা-ভাবনা, পরিবেশ , কোনো বিষয়ের উপরে দেখার নজর আমদের সেই স্থানে নিয়ে যায়।

 

এই সুকুমার রায় কবির/ লেখকের সাথেও সেই একই ঘটনা ঘটেছে। সুকুমার রায় তাঁর জিবনের শুরুটা হয়েছিল একেবারেই প্রতিকূল জীবনের সাথে মোকাবিলা করার মধ্য দিয়ে।

 

সুকুমার রায় তিনি ছেলে বেলা থেকেই ভাবুক প্রকৃতির মানুষ ছিলেন। সুকুমার রায় ছোটো বেলা থেকেই তিনি লেখালেখির সাথে সংসার শুরু করেন। সুকুমার রায় তিনি লেখালেখিকে জীবনের একটি অংশে রূপান্তরিত করেন।

 

সুকুমার রায় তিনি প্রায়ই সময়েই আমাদের চারিপাশের প্রকৃতি কে যেমন- গাছপালা, নদীনালা, পশুপাখি , সাগর, মহাসাগর, মানুষের চরিত্র, প্রকৃতির তিক্ত সত্যতাকে তিনি অনুভব করে তাঁর উপরে সুকুমার রায় তিনি তাঁর কলম ধরেছেন।

 

এই উপমহাদেশের প্রায়শই বাঙালি এই সুকুমার রায় নামটির সাথে পরিচিত। সুকুমার রায় তিনি তাঁর এই জিবনে প্রায় বিভিন্ন বিষয় সমুহ যেমন- প্রকৃতি, মানুষ, পশুপাখি, জীবনের বাস্তব সত্য নিয়ে তাঁর লেখাকে সমৃদ্ধ করেছেন।

 

সুকুমার রায় এর লেখা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা ইত্যাদি রাজ্যের পাঠ্যপুস্তকে স্থান অর্জন করতে সমর্থ হয়েছে।

সুকুমার রায় এর লেখা বাংলাদেশ এবং ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করেও বিশ্বের সেই সব দেশে জনপ্রিয়তা অর্জন করেছে যেসব দেশে বাঙালি প্রবাসীরা বসবাস করছে।

 

সুকুমার রায়-এর জীবনী

সুকুমার রায়-এর জীবনী | Biography Of Sukumar Roy In Bengali

জন্ম তারিখ৩০ অক্টোবর ১৮৮৭
জন্মস্থানকোলকাতা, ভারত
মৃত্যু১০ সেপ্টেম্বর ১৯২৩

 

 সুকুমার রায় (1887 - 1923) একজন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে "Nonsense Rime" প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার ও নাট্যকার। 

 

তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তাঁর পুত্র খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তাঁর লেখা কবিতার বই Abol Tabol, গল্প হযবরল, গল্প সংকলন পাগলা দাশু,

 এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা "Nonsense" ধরণের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়, কেবল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুষ্টিমেয় ক্লাসিক-ই যাদের সমকক্ষ।  


মৃত্যুর আশি বছর পরও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন। 

(উৎসঃ উইকিপিডিয়া)


তাই Sukumar Roy এর লিখা সমুহ নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, মায়ানমার, সৌদিআরব ইত্যাদি দেশ সমুহে জনপ্রিয়তা লাভ করেছে।

 

Sukumar Roy তিনি তাঁর জীবনের প্রায়ই সমস্থ ভাগটাই লিখালিখির মধ্যেই কাটিয়েছেন । Sukumar Roy তিনি অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার তাঁর এই অসামান্য লেখনির জন্য।

 

Sukumar Roy এই নামটি আজ অসংখ্য বাঙ্গালির অন্তরে প্রোথিত অবস্থায় আছে তাঁর এই অসামান্য লেখনি কৌশলের কারনে। Sukumar Roy তাঁর জীবনী এই মাত্র কয়েকটি ব্যাকের মাধ্যমে বর্ণনা করা সম্ভব হবেনা। তাই Sukumar Roy তাঁর জীবনী সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তৃত আকারে বর্ণনা করবো ।

 

পরিশেষে Sukumar Roy এর সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়, Sukumar Roy তিনি হলেন বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র, Sukumar Roy তাঁর এই নামটি বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 

আশাকরি আপনাদেরকে Sukumar Roy লেখকের জীবনী টি ভালো লেগেছে, আপনারা পরবর্তীতে কোন লেখকের সম্পর্কে লিখা চান তা আমাদের কে কমেন্ট করে জানান।

 

Sukumar Roy এর মতো আরো বিভিন্ন সাহিত্তিকের জীবনী সম্পর্কে লিখা পেতে হলে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন।

 

এই Sukumar Roy সম্পর্কে লিখাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে লিখাটি শেয়ার করুন।

 

যদি আপনি আপনার লিখা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে চান , তবে আমাদের কে আপনার লিখা পাঠাতে পারেন, আমদের ইমেল, ফেসবুক পেজে ম্যাসেজ করতে পারেন আপনার লিখা আপনার লিখার সাথে আপনার সম্পর্কে কিছু লিখুন পরবর্তীতে আপনার বিষয়েও আমরা লেখক লেবেলে লিখবো আপনার সম্পর্কে।

 

                                                        ধন্যবাদ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ