Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

নারী কবিতা লিরিক্স, Nari Bangla Kobita Lyrics, – সুনীল গঙ্গোপাধ্যায় (Sunil Gangopadhaya Poem Lyrics), মায়ের কবিতা লিরিক্স, মেয়েদের কবিতা লিরিক্স,

নারী কবিতা লিরিক্স, Nari Bangla Kobita Lyrics,  – সুনীল গঙ্গোপাধ্যায় (Sunil Gangopadhaya Poem Lyrics), মায়ের কবিতা লিরিক্স, মেয়েদের কবিতা লিরিক্স, 


নারী – সুনীল গঙ্গোপাধ্যায়


নাস্তিকেরা তোমায় মানে না, নারী

দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে

বিপ্লবের শত্রু হয়ে আছো !


এমনকি অদৃশ্য তুমি বহু চোখে

কত লোক নামই শোনেনি

যেমন জলের মধ্যে মিশে থাকে

জল-রং-আলো—


তারা চেনে প্রেমিকা বা সহোদরা

জননী বা জায়া

দুধের দোকানের মেয়ে, কিংবা যারা

নাচে গায়


রান্নাঘরে ঘামে

শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত

ফ্রক কিংবা শাড়ি পরে দু:খের ইস্কুলে যায়

মিস্তিরির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না

কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে


কৃষকের পান্তাভাত পৌছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে

শিয়রের কাছে রেখে উপন্যাস

দুপুরে ঘুমোয়

এরা সব ঠিকঠাক আছে

এদের সবাই চেনে শয়নে, শরীরে

দু:খ বা সুখের দিনে

অচির সঙ্গিনী

কিন্তু নারী? সে কোথায়?


চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল

যাকে নিয়ে এমন মেতেছে

সে কোথায়? সে কোথায়?


দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে

সে কোথায় দাঁড়িয়ে রয়েছে?


এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি

যেমন জলের মধ্যে মিশে থাকে

জল-রং-আলো —


নারী কবিতা লিরিক্স, Nari Bangla Kobita Lyrics,  – সুনীল গঙ্গোপাধ্যায় (Sunil Gangopadhaya Poem Lyrics), মায়ের কবিতা লিরিক্স, মেয়েদের কবিতা লিরিক্স, 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ